শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রতিষ্ঠিত ডাক্তারদের পাশাপাশি নতুন ডাক্তারদের নিয়েও যে ঘটনার বাতাবরণ তৈরি করা হয়েছিল ‘হসপিটাল’ ছবিতে তার কাহিনীকার একজন ডাক্তার। তিনি হলেন ডাঃ নীহাররঞ্জন গুপ্ত। তাঁরই হসপিটাল কাহিনীর চিত্ররূপ দিয়েছিলেন সুশীল মজুমদার। সেখানে প্রতিষ্ঠিত ডাক্তাররা হলেন অশোককুমার এবং সুচিত্রা সেন। নতুন ডাক্তার হয়ে যিনি এসেছেন তিনি হলেন ছবির জগতেও নবাগত বিশ্বজিৎ। তাঁর আগে তিনি ‘কংস’-সহ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন মাত্র। কিন্তু এখানে তিনি অভিনয় করার সুযোগ পাচ্ছেন সুচিত্রা সেনের সঙ্গে।
সুচিত্রা সেন তখন অত্যন্ত নামকরা নায়িকা। তাঁর প্রতিটি ছবি সুপারহিট। এমন একজন নায়িকার বিপরীতে বিশ্বজিৎকে কাজ করতে হচ্ছে নবাগত হিসেবে। একটি দৃশ্য ছিল যেখানে তিনি খানিকটা দুর্বল হয়ে গিয়ে নায়িকার হাত দুটো চেপে ধরবেন। একাধিকবার রিহার্সাল হল। দৃশ্যটির ফাইনাল টেকিং শুরু হল। তখন দেখা গেল নায়িকার কাঁচের ছুড়ির উপর এত জোরে বিশ্বজিৎ হাত দিয়ে চেপে ধরেছিলেন যে সেই কাঁচ ভেঙ্গে সুচিত্রা সেনের রক্ত বেরিয়ে গেল হাত থেকে। বিশ্বজিৎ খানিকটা বিহ্বল হয়ে পড়লেন এই ঘটনার সূত্রে। সুচিত্রা সেন সাহস জুগিয়ে বললেন, “খুব ভালোই হয়েছে শটটা।” কিন্তু বিশ্বজিৎ মনে মনে খুব ঘাবড়ে গিয়েছিলেন এমন একটা কাণ্ডের জন্য।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-১৬: পরিচালকের কথা শুনে মেকআপ ছেড়ে সুচিত্রা বললেন, যে কাউ ‘দেবাশিস’ করলে আমি কাজ করব না

উত্তম কথাচিত্র, পর্ব-৩: এক ফ্লপ মাস্টার জেনারেল-র ‘মর্যাদা’ [২২/১২/১৯৫০]

কিন্তু ছবির যখন ফাইনাল এডিটিং চলছে তখন দেখা গেল যে ওই দৃশ্যটা রাখার কোনও প্রয়োজন নেই। ফলে ওই দৃশ্য ছবি থেকে বাদ পড়ে যায়। এই একটি ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু যেহেতু দৃশ্যটা ছবিতে নেই তাই দর্শকরা কোনওদিনই সুচিত্রা সেনের সঙ্গে বিশ্বজিৎকে কাজ করতে দেখতে পেলেন না। এই ‘হসপিটাল’ ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-১৯: অনুপ্রেরণার আর এক নাম কই মাছ

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-১২: প্রহ্লাদ চরিত্র নাটক এবং গিরিশচন্দ্র

অমল মুখোপাধ্যায় সুরে গীতা দত্তের গাওয়া সুচিত্রা সেনের লিপের গান ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ আজও জনপ্রিয় হয়ে আছে। এই ছবির পরিচালক সুশীল মজুমদার তিনি একটি বড় চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির নায়ক হলেন অশোককুমার। নায়িকা সুচিত্রা সেন। অন্য ভূমিকা গুলি তো অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, কমল মিত্র-সহ বহু বিশিষ্ট শিল্পীরা। ছবিটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল।

Skip to content