শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

উৎসবের মরসুমে সবাই আপনারা কমবেশি ঠাকুর দেখে বেরোন। কেউ সারা দিন ধরে ঠাকুর দেখেন। কেউ বা দিন-রাত ভাগ করে আবার কেউ সারারাত ধরে ঠাকুর দেখেই অভ্যস্ত। সবাই খুবই আনন্দে কাটান পুজোর মরসুম। কিন্তু এই সময় কয়েকটি ব্যাপার আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যদি আগে থেকেই জানেন যে, আপনার কোনও কসমেটিকসে অ্যালার্জি আছে, হলে সেগুলি এড়িয়ে চলুন।
এ সময় এমন কসমেটিকস বেছে নিন যাতে এই সমস্যা এড়ানো যায়। চড়া মেকআপ করবেন না। আজকালকার দিনে আর কেউ চড়া মেকআপ করে না। তাই হালকা মেকআপ করুন। চড়া মেকআপ তুলতে গিয়ে ক্লিনজার ফেসওয়াশ প্রভৃতি ব্যবহার করতে হয়। এর জন্য ত্বকের খুব ক্ষতি হয়ে যায়। মনে রাখতে হবে, যত আপনি মেকআপ করতে থাকবেন, ততই ত্বকের ক্ষতি।
যাঁরা দিনের বেলায় ঠাকুর দেখতে বেরোন, তাঁরা সানস্ক্রিন এবং ছাতা ব্যবহার করুন। সানস্ক্রিন ছাড়া একদমই বেরোবেন না। যত ঘামই হোক না কেন, সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন অপরিহার্য। তবে কসমেটিকস সানস্ক্রিনের থেকে মেডিকেটেড সানস্ক্রিন ভালো। যদি আপনি মেডিকেটেড সানস্ক্রিমের নাম না জানেন তবে ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তার নাম জেনে নিন।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

ত্বকের পরিচর্যায়: চুল পড়ার কারণগুলো জানলেই তা রুখে দেওয়া যায়, রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

ইংলিশ টিংলিশ: চলুন আজ পুজো নিয়ে মজার ছলে কিছু শব্দ শিখে নিই

শারদীয়ার গল্প-৬: পর্‌সতার

শাশ্বতী রামায়ণী, পর্ব ১৯: রাজ্যাভিষেকের অপেক্ষায় অধীর অযোধ্যাবাসী

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, খাবারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যে সব খাবার বাইরে পড়ে আছে, মাছি-মশা বসছে, কেউ হাঁচছে-কাশছে, খোলা অবস্থায় রয়েছে এমন খাবার না খাওয়াই ভালো। খাবার আপনি যাই খান না কেন, জল কিন্তু সব সময় সঙ্গে রাখবেন। বাড়ি থেকে বেরোলেই জলের বোতল সঙ্গে রাখুন। বাইরের জল খেতে হলে মিনারেলওয়াটার কিনে খান।
অনেকের ইমিটেশনে অ্যালার্জি থাকে। যদি আপনার এইসবে অ্যালার্জি থাকে তাহলে তা পরবেন না। এছাড়া নতুন জুতো পরতে গিয়ে অনেক সময় ফোসকা পড়ে যেতে পারে। তাই নতুন জুতো একদমই পুজোর সময় পরার দরকার নেই। বরং কয়েকদিন নতুন জুতো পরে অভ্যেস হলে তবেই তা পরুন। ব্যাস, এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই হবে।
সকলে সুস্থ থাকুন। ভালো থাকুন এবং পুজোর মৌসুমে আনন্দ করুন।

যোগাযোগ: ৯৮৩১৫৮৫০৮০, ৯৮৩০৩৮২৪৯৮

Skip to content