মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


ডোনা গঙ্গোপাধ্যায়।

চিকুনগুনিয়ায় আক্রান্ত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ডোনা কিছু দিন জ্বরে ভুগছিলেন। শরীরে র্যানশও বেরিয়েছিল। চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। এর পরে তাঁর কিছু পরীক্ষা করা হয়। সেই সব পরীক্ষার রিপোর্টে চিকুনগুনিয়া ধরা পড়ে। নবমীর রাতে ডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সৌরভ-ঘরনির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নবমীর রাতে ডোনা দেখতে হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

এদিকে, কলকাতা-সহ রাজ্যে একাধিক জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের একাংশের মতে, দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির জন্য ডেঙ্গি বাড়ে চলছে। চিকিৎসকদের এও আশঙ্কা, এ রকম বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চললে ডিসেম্বরের শুরু পর্যন্ত ডেঙ্গির বাড়বাড়ন্ত চলতে পারে।

Skip to content