বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবল অন্ধকারে। গ্রিড বসে যাওয়ার জন্য একাধিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হঠাৎ করে মঙ্গলবার দুপুর নাগাদ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও শ্রীহট্ট বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। যদিও প্রায় ঘণ্টা চারেক বিপর্যয়ের সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ ফের বিদ্যুৎ পরিষেবা চালু হয় ঢাকায়। এ প্রসঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার মধ্যেই ঢাকা এবং চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলাকা ভিত্তিক লোডশেডিং করা হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ এলাকা। বিদ্যুৎ উন্নয়ন দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমের কিছু অঞ্চল ছাড়া প্রায় পুরো বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে বিপাকে পড়েছেন অন্তত ১৩ কোটি মানুষকে।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন

উঁচু হিলের জুতো না পরেও আপনাকে কীভাবে লম্বা দেখাবে? তাহলে এগুলো মেনে চলুন

যদিও ঠিক কী কারণে এমনটা হল তা নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ’ (পিজিসিবি)-এর বক্তব্য, বিভন্ন কারণে গ্রিড বসে যেতে পারে। এক বার বসে গেলে তা ফের চালু করা কিছুটা সমস্যার। বসে যাওয়া গ্রিডকে আবার চালু করার প্রক্রিয়াও বেশ জটিল ও দীর্ঘতর। যদিও ক্রমশ বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে। ঢাকার উত্তরা, গুলশন, বারিধারা ও মিরপুরে সন্ধ্যা ৬টা নাগাদ বিদ্যুৎ পরিষেবা ফিরে আসে।

Skip to content