ছবি প্রতীকী
সবাইকে প্রথমেই জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। আজ পঞ্চমী। অনেকেরই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা! কিন্তু তোমরা কি জানো এই ‘প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাকে’ ইংরেজিতে কী বলে? একে বলে— pandel-hoppping ।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: ‘CATS & DOGS’ অথবা ‘BLACK SHEEP’ — আসুন দেখি এগুলোর মানে আসলে কী?
নাট্যকথা: রোদ্দুর ও অমলকান্তি/১
আজ এই পুজোর আমেজে এসো পূজো সংক্রান্ত শব্দগুলোর ইংরেজি দেখি নিই আমরা।
প্রথমেই বলি—
নীচের
সবাইকে আরও একবার শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।