শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পরিচালক অসিত সেনের একটি স্মরণীয় ছবি ‘দীপ জ্বেলে যাই’। ছবিতে নায়িকা নার্স রাধা মিত্রের একটা স্মৃতি আছে পূর্ব প্রেমিক দেবাশিসকে ঘিরে। সেই স্মৃতিটা গানের আকারে ফিরে ফিরে আসে। গানটি হল ‘এই রাত তোমার আমার’। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। নিজের সুরে গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এখন এই গানটি দেবাশিসের লিপে থাকছে। কিন্তু তাঁর স্মৃতিটা যত বার ফিরে আসে ততবার গানটা আনা যায় না। তাই হেমন্ত মুখোপাধ্যায় পরিচালক অসিত সেনের সঙ্গে পরামর্শ করে একটি উপায় বার করলেন। গানের প্রিলুডে একটা শিস ব্যবহার করার কথা হল, যেটা শুনলেই দেবাশিসের এই গানটার কথা মনে পড়ে যাবে।
এই গানের দৃশ্যগ্রহণের দিনে একটা মজার গল্প আছে। ছবিতে এই গানে দেবাশিসকে দেখা যায় ব্যাক টু ক্যামেরা। তার কার্যত কিছুই করার ছিল না। ক্যামেরার দিকে পেছন করে রকিং চেয়ারে বসে থাকা ছাড়া। পরে ফ্ল্যাশব্যাকে একটা ছোট্ট রোমান্টিক দৃশ্য ছিল। সেখানেও মূলত নার্স রাধা রূপী সুচিত্রা সেনের অভিনয়। দেবাশিস ব্যাক ক্যামেরা। ‘এই রাত তোমার আমার’ গানটার দৃশ্যগ্রহণের শ্যুটিং হবে। সুচিত্রা সেন মেকআপ করছেন তাঁর মেকআপ রুমে। হঠাৎ মেকআপ রুম থেকে তলব পড়ল পরিচালকের। পরিচালক গেলেন ‘কী ব্যাপার’? সুচিত্রা সেন জিজ্ঞাসা করলেন, ‘দেবাশিস কে করছে?’ পরিচালক বললেন, ‘একজনকে ঠিক করেছি, কাঁধের ধরনগুলো ভালো। ব্যাক টু ক্যামেরায় চলে যাবে।’ মেকআপ ছেড়ে উঠে দাঁড়ালেন সুচিত্রা সেন। তিনি বললেন, ‘মানে যাকে তাকে দিয়ে তুমি দেবাশিস করবে? আমি করব না।’
আরও পড়ুন:

নাট্যকথা: বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির কৈলাসে চা পান

ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের ঝুঁকির মধ্যে আপনি নেই তো? সতর্ক হতে হবে গোড়াতেই/ পর্ব ১

উত্তম কথাচিত্র, পর্ব-৩: এক ফ্লপ মাস্টার জেনারেল-র ‘মর্যাদা’ [২২/১২/১৯৫০]

ত্বকের পরিচর্যায়: হঠাৎ শিশুর জ্বর আর মুখে-হাতে দানাদানা? কোন রোগের উপসর্গ? জানুন বিশেষজ্ঞের মতামত

অসিত সেন পড়লেন মহামুশকিলে। ব্যাক টু ক্যামেরায় শট দেয়ার জন্য উত্তমকুমারকে তো তখন ধরে আনা যায় না। তখন সুচিত্রা সেন অসিত সেনের কাছে পরামর্শ দিলেন। প্রস্তাব দিলেন, ‘তুমি দেবাশিসের রোলটা করো।’ এই হসপিটালের বড় ডাক্তারের চরিত্রের শিল্পী পাহাড়ি সান্যাল। তিনিও সুচিত্রা সেনের কথায় সায় দিলেন। অনেক জোরাজুরির পর অসিত সেন ওই দেবাশিসের রোলটা করতে সম্মত হলেন ছবিতে। অসিত সেনের এই প্রথম এবং শেষ অভিনয় দেখা গিয়েছিল ‘দীপ জ্বেলে যাই’ ছবিতে।
রাখালচন্দ্র সাহা প্রযোজিত এই ছবির কাহিনী এবং সংলাপ লিখেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। অভিনয় করেছেন সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল ছাড়াও বসন্ত চৌধুরী, চন্দ্রাবতী দেবী, নমিতা সিংহ, তুলসী চক্রবর্তী, কাজরি গুহ, অপর্ণা দেবী, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালের ১ মে, মিনার, বিজলি ও ছবিঘর প্রেক্ষাগৃহে। ছবিটা সুপারহিট হয়েছিল তা বলাই বাহুল্য।

Skip to content