রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

She passed her exams with flying colours.
ওপরের বাক্যটি ভালো করে দ্যাখো। মেয়েটি পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছে। এখানে with flying colours কথাগুলি কিন্তু আক্ষরিক অর্থে ব্যবহৃত হচ্ছে না। এখানে তার একটি অন্য অর্থ আছে।
with flying colours — কোনও কিছুতে দারুণ সাফল্য লাভ করা
এই ভাবে যখন কোনও phrase-এর আক্ষরিক অর্থের পরিবর্তে তার অন্তর্নিহিত অর্থ আমরা ব্যবহার করি, তখন তাকে আমরা ‘বাগধারা’ বা ‘idiom’ বলে থাকি। সব ভাষারই নিজস্ব ‘Idiom’ রয়েছে। ‘Idiom’-এর সঠিক প্রয়োগ ভাষাকে আরও সুন্দর করে তোলে এবং ভাষার ওপর দক্ষতা বৃদ্ধি করে।
 

আজকের আমার আলোচনার বিষয় এই ‘IDIOMS’

নীচে কিছু বহুল প্রচলিত ‘Idioms’-এর বাক্য সহ উদাহরণ দিচ্ছি।
• hale and hearty – সুস্থ ও সবল
My grandmother, who is ninety two, is quite hale and hearty.
• look (somebody) in the eye – চোখে চোখ রেখে নির্ভীকভাবে কথা বলা
I can look him in the eye and tell him his faults.
a piece of cake – খুবই সহজ
The entrance examination was a piece of cake for me.

আরও পড়ুন:

নাট্যকথা: বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির কৈলাসে চা পান

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৩: বাইরের প্রকৃতিকে হাঁ করে গিলছে বন্ধু, শেষ এক ঘণ্টা কেউ কারও সঙ্গে কথা বলিনি

উত্তম কথাচিত্র, পর্ব-৩: এক ফ্লপ মাস্টার জেনারেল-র ‘মর্যাদা’ [২২/১২/১৯৫০]

ত্বকের পরিচর্যায়: হঠাৎ শিশুর জ্বর আর মুখে-হাতে দানাদানা? কোন রোগের উপসর্গ? জানুন বিশেষজ্ঞের মতামত

• a bolt from the blue – অপ্রত্যাশিত ভাবে
The news of his son’s untimely death came like a bolt from the blue.
• abc- প্রাথমিক জ্ঞান
She doesn’t know the abc of computer.
• at the eleventh hour – একেবারে শেষ মুহূর্তে
They cancelled the trip at the eleventh hour.
• beat about the bush – কাজের কথায় না এসে অপ্রাসঙ্গিক কথা বলা
Don’t beat about the bush, come to the point.
• by hook or by crook – যে কোনও উপায়ে
You must repay my money within a week by hook or by crook.
• harp on the same string – এক কথা বারবার বলা
I understand that you don’t like your job ; stop harping on the same string.
• get rid of – চিরতরে মুক্তি পাওয়া
You must get rid of your bad habits.
আরও কিছু নতুন উদাহরণ YouTube ভিডিওতে দেওয়া আছে। আশা করছি সবার কাজে লাগবে।
ইংরেজি শব্দ ভান্ডারে অজস্র ‘Idiom’ রয়েছে। আমি চেষ্টা করবো আরও কিছু উদাহরণ পরের দিকে দেওয়ার। ধন্যবাদ।

Skip to content