সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


আইনি বিপাকে জড়াল অজয় দেবগণ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’। দেশের বাইরেও এর মুক্তির দরজা বন্ধ হয়ে গেল। আগামী ২৪ অক্টোবর ‘থ্যাঙ্ক গড’ দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তার আগেই কুয়েত সেন্সর বোর্ড ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করল। মুক্তির আগেই অনিশ্চিত হয়ে পড়ছে ছবির ভবিষ্যৎ। পরিচালক ইন্দ্র কুমার, অজয় দেবগন এবং তাঁর সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আইনজীবীর কথায়, অজয়ের লুক এবং তাঁর বেশ কিছু সংলাপের মাধ্যমে ধর্মকে নিয়ে উপহাস করা হয়েছে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
এছাড়াও অভিযোগকারীর তালিকায় রয়েছেন ব্রিজেশ নিষাদ, মান সিংহ, আনন্দ শ্রীবাস্তব, বিনোদ শ্রীবাস্তব এবং রবিপ্রকাশ পাল। অভিযুক্তদের যথাযথ ধারায় তলব করে শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী। হিমাংশু শ্রীবাস্তবের বক্তব্য, সিভিল কোর্টে রেকর্ড করার জন্য আগামী ১৮ নভেম্বর, ২০২২ তারিখ নির্ধারণ করেছেন ম্যাজিস্ট্রেট। এই ঘটনার পর পরই কুয়েতেও ‘থ্যাঙ্ক গড’ এর মুক্তির দরজা বন্ধ হয়ে গেল।
আরও পড়ুন:

‘মরে যাব, আমি মরে যাব, বেরোতে দিন…’, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ৫ দিনের সিবিআই হেফাজত

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব -১৯: স্টার থিয়েটারে যখন রমরম করে চলছে ‘প্রফুল্ল’, তখন মিনার্ভাতেও ‘প্রফুল্ল’ অভিনীত হওয়ার আয়োজন চলছে

গত ৯ সেপ্টেম্বর এই ছবির ঝলক প্রকাশ করা হয়েছে। ঝুলকে দেখা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার পর চিত্রগুপ্তের সামনে হাজির হন সিদ্ধার্থ। তাঁর দুর্বলতাগুলো গণনা করে স্বর্গ বা নরকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন চিত্রগুপ্ত। ঝলকে অপ্সরা রূপে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। যিনি সিদ্ধার্থের মধ্যে্ কামনা, বাসনার পরীক্ষা করেন। চিত্রগুপ্ত এবং যমরাজকে আধুনিক রূপে দেখানো হয়েছে। বিতর্কের শুরু এখান থেকেই। ছবির কিছু দৃশ্যে প্রভুকে ছোট করে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চিত্রগুপ্ত চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে স্যু ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। একটি দৃশ্যে আকত্তিকর ভাষায় কথাও বলা হয়েছে বলে অভিযোগ। এমনকি ছবিতে ভগবান চিত্রগুপ্তের উপাসনাকারী কায়স্থ সম্প্রদায়কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে এই অভিযোগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মণিকা মিশ্রের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ছবির ঝলক দেখেই ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনদের একাংশও। স্বাভাবিকভাবেই সক্রিয় ‘বয়কট গ্যাং’। বাংলাতেও বিতর্কের মুখে ‘থ্যাঙ্ক গড’ ছবি।

Skip to content