বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

পরকীয়া মানেই অধিকাংশ ক্ষেত্রে আমরা অভিযোগের আঙুল তুলে দিই পুরুষদের দিকে। পরকীয়া কারা করেন? কেনই বা করেন? এই সব প্রশ্নের উত্তর মেলা ভার। কিন্তু একটি গবেষণা বলছে— পুরুষ নয়, পরকীয়ায় বেশি আগ্রহী মহিলারা। বিশেষত যৌনজীবনে একঘেয়েমির কারণেই সে দিকে ঝুঁকছেন মহিলারা।
হয়তো সঙ্গীরা যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু বিজ্ঞান অন্য কথা শোনাচ্ছে। বিজ্ঞান বলছে, মহিলাদের সারা জীবন একই সঙ্গীর সঙ্গে থাকতে বেশি পছন্দ করছেন না। তাঁরা পুরুষদের তুলনায় যৌন সম্পর্কে অনেক বেশি রোমাঞ্চ এবং বৈচিত্র পছন্দ করেন।
আরও পড়ুন:

শুধু নারীরাই কেন, সঠিক ত্বকের যত্ন প্রয়োজন পুরুষদেরও, রইল পরামর্শ

প্রিয় পোষ্য কুকুরকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন ঘরোয়া খাবার ওটমিল, কী কী উপকার হতে পারে?

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে, একবিবাহ পুরুষদের তুলনায় মহিলাদের যৌন ইচ্ছাকে কমিয়ে দেয়। ৩০ থেকে ৬০ বছর বয়সি শহুরে, শিক্ষিত, আধুনিকা, কর্মরতা মহিলাদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রায় ৪৮ শতাংশ মহিলা পরকীয়া সম্পর্কে রয়েছেন। আর এই মহিলাদের একটি বড় অংশই একটি সন্তানের মা-ও।
নৃবিজ্ঞানী এবং আনট্রু নামক বইয়ের লেখক, ওয়েডসডে মার্টিন এই বিষয় নানা গবেষণা করেন। তিনি বলেন, একটি বয়সের পর মহিলাদের যৌন চাহিদা কমে যায়, এমনটা নয়। তবে তাঁরা একই রকম যৌনজীবন কাটাতে পছন্দ করেন না, তখন তাঁরা বৈচিত্রের খোঁজ করেন।

Skip to content