ছবি প্রতীকী
শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। চারিদিকে সাজো-সাজো রব। এদিকে, সারাবছর চুল ও ত্বকের প্রতি সেভাবে খেয়াল না রাখলেও পুজোর আগে হঠাৎ করে টনক নড়েছে রুপচর্চার প্রতি। কারণ উৎসবে-অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই চাই নিজেকে আরও সুন্দর তুলে ধরতে। পুজোর শপিংও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। কিন্তু ত্বকের যত্নও সমান তালে নিচ্ছেন তো! মেকআপ করার পরও যদি ত্বক প্রাণহীন দেখায় তাহলে সাজের অর্ধেক খাটনি তো সেখানেই মাটি হয় যায়। পুজোর আগে এই সপ্তাহ তিনেক এমন যত্ন নিতে হবে যাতে আপনার দিক থেকে কারও নজর না সরে। পুজোর আগে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কী কী করবেন জেনে নিন একঝলকে—
● দিনের শুরুতেই ভালো ভাবে মুখ পরিষ্কার করুন। ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বা ফেস ওয়াশ বেছে নিন।
● দু’ বেলা ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। সপ্তাহে দু’দিন স্ক্রেবার দিয়ে মৃত কোষ তুলে ফেললেই ত্বক আরও ঝকঝকে দেখাবে।
● বাড়িতেই প্রতি সপ্তাহে একবার করে ফেসিয়াল করুন। বিভিন্ন ফলের রস দিয়ে ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: