বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অবশেষ অসহনীয় গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। বৃষ্টি নিয়ে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়া, হুগলি ও বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যায় বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা কমবে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, শনিবারের পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হবে। সেই মতো বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধামানে রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

আবহাওয়া দফতরের কথায়, উত্তরবঙ্গের উপর রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। তাই ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। রবিবার পর্যন্ত কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবারের পর যদি মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তন হয়, তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। যদিও আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণবঙ্গে আগামী রবিবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়লেও এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শুধু তাপমাত্রা একটু কমলেও কমতে পারে।

Skip to content