অভিনেত্রী সোনালি ফোগতের রহস্যজনক মৃত্যুকাণ্ডে কিছুটা আশার আলো দেখা গিয়েছে। বিশেষ সূত্রের জানা গিয়েছে, বিজেপি নেত্রী তথা অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী অন্যতম অভিযুক্ত সুধীর সাঙ্গওয়ান সোনালিকে খুনের কথা স্বীকার করেছেন। তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদে সুধীর জানিয়েছেন, অভিনেত্রীকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সহকারী সুধীর ফোটোশ্যুটের নাম করে তাঁকে প্রথমে গুরুগ্রাম নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফের অভিনেত্রীকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। এও শোনা যাচ্ছে, ফোটোশ্যুটের কোনও পরিকল্পনাই ছিল না গোয়ায়। আসলে সুধীর ও তাঁর সহযোগীরা বিজেপি নেত্রীকে খুনের জন্য ছক কষেছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদেও এ কথা স্বীকার করেছেন সুধীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সহকারী সুধীর ফোটোশ্যুটের নাম করে তাঁকে প্রথমে গুরুগ্রাম নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফের অভিনেত্রীকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। এও শোনা যাচ্ছে, ফোটোশ্যুটের কোনও পরিকল্পনাই ছিল না গোয়ায়। আসলে সুধীর ও তাঁর সহযোগীরা বিজেপি নেত্রীকে খুনের জন্য ছক কষেছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদেও এ কথা স্বীকার করেছেন সুধীর।
বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ গত রবিবার হরিয়ানার একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে খুন এবং মাদক রাখার অভিযোগ এনেছে পুলিশ। পুলিশ যদিও তাঁর নাম প্রকাশ করেনি। তবে ইনিই সোনালির সহকর্মীদের মাদক জুগিয়েছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হল।
পাঁচজনের মধ্যে তিনজন মাদক পাচারের সঙ্গে যুক্ত। এদের মধ্যে গোয়ার আঞ্জুনা বিচের সৈকত-রেস্তরাঁ তথা পাব ‘কার্লিজ শ্যাক’-এর কর্ণধার এডউইন জোসেফ নুনেজও রয়েছেন। আরেক জনের নাম দত্তপ্রসাদ গাঁওকর। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমেই সোনালির দুই সহকর্মী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর সিংকে পুলিশ গ্রেফতার করেছে। সুধীর এবং সুখবিন্দর সোনালির পানীয়ে মাদক মেশানোর কথা জেরায় স্বীকারও করেছিলেন।
পাঁচজনের মধ্যে তিনজন মাদক পাচারের সঙ্গে যুক্ত। এদের মধ্যে গোয়ার আঞ্জুনা বিচের সৈকত-রেস্তরাঁ তথা পাব ‘কার্লিজ শ্যাক’-এর কর্ণধার এডউইন জোসেফ নুনেজও রয়েছেন। আরেক জনের নাম দত্তপ্রসাদ গাঁওকর। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমেই সোনালির দুই সহকর্মী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর সিংকে পুলিশ গ্রেফতার করেছে। সুধীর এবং সুখবিন্দর সোনালির পানীয়ে মাদক মেশানোর কথা জেরায় স্বীকারও করেছিলেন।
আরও পড়ুন:
ছোটদের যত্নে: শিশুকে কোন ওষুধ কখন খাওয়াবেন? ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? জানুন শিশু বিশেষজ্ঞের পরামর্শ
ক্যানসারকে হারিয়ে, কেবল মনের জোরেই আজ ‘জেট সেট গো’-এর মালকিন ৩২-র কণিকা
গত ২৩ অগস্ট গোয়ায় মৃত্যু হয় সোনালির। তদন্তে পুলিশ জানছে, সোনালি মৃত্যুর আগের রাতে, অঞ্জুনা বিচে এডউইনের সৈকত-রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখানকার সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে এবং অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে মাদক মেশানো পানীয় সোনালিকে খেতে বাধ্য করা হয়। সেই পানীয় খাওয়ার পরই সোনালি ক্রমশ অসুস্থ বোধ করেন। পুলিশ সূত্রে খবর, ওই পানীয়তে ১.৫ গ্রাম ‘এমডিএমএ’ নামক এক প্রকার মাদক মেশানো হয়েছিল। সেই পানীয় খেয়ে সোনালি ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সোনালি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, হোটেলে যাওয়ার জন্য তাঁকে অন্যের সাহায্যও নিতে হয়। এই ঘটনার পরের দিন সোনালিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।