সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


বেঙ্গালুরুতে রাতে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর। একাধিক জায়গায় হাঁটু থেকে বুক পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, শহরবাসী রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরছেন। এককথায় জনজীবন স্তব্ধ। শহরের বহু এলাকা জলের নীচে। জল ঢুকে গিয়েছে বাড়িতে।
বেঙ্গালুরুতে সোমবার থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে। বেঙ্গালুরুতে শুধু সোমবারই ৪৮.৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্নাটক রাজ্য প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র। বেঙ্গালুরুর পূর্বে সিভি রমন নগরে সব চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সোমবার ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুর পূর্বে সিভি রমন নগরের একাধিক জায়গায়।
আরও পড়ুন:

গায়ে কোনও পোশাক নেই, শুধু তবক মেখে ক্যামেরার সামনে উরফি!

দর্শকের কটূক্তি নয়, বরং প্রেক্ষাগৃহে ‘লাইগার’ দেখে বিরক্ত স্বয়ং ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডা

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। পুরসভা পাম্প বসিয়ে জল নিষ্কাশন করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, কর্নাটক সরকার সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুর স্কুল এবং কলেজ ছুটি ঘোষণা করেছিল ।
নেটমাধ্যমে এমন ভিডিয়ো-ও দেখা গিয়েছে যে, ট্রাফিক পুলিশ রাস্তা থেকে মাছ ধরেছেন। এদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, বেঙ্গালুরু শহরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার পর্যন্ত। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।


Skip to content