বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

আশঙ্কাই সত্যি হল। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে তল্লাশি অভিযানের পর এবার তাঁর লকার খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় মঙ্গলবার সকালে অভিযান চালায় সিবিআই। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লির উপমুখ্যমন্ত্রীর লকার খতিয়ে দেখতেই সিবিআই-এর এই অভিযান।
সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া টুইটারে লিখেছিলেন, ‘সিবিআই মঙ্গলবার আমাদের ব্যাঙ্ক লকার তল্লাশি করতে আসছে। ১৯ অগস্ট ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে আমার বাড়িতে কিছু পাওয়া যায়নি। একই রকম ভাবে আমার লকারেও কিছুই মিলবে না। সিবিআইকে স্বাগত। আমি এবং আমার পরিবার তদন্তে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করব।’
উল্লেখ্য, দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই সিসৌদিয়ার বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। উপমুখ্যমন্ত্রীর বাড়িতে টানা প্রায় ১৪ ঘণ্টা ধরে অভিযান চলে। সিসৌদিয়া তল্লাশির পর জানিয়েছিলেন, ‘‘সিবিআই-এর টিম আমার বাড়িতে এসেছিল। তল্লাশি চালিয়েছে। তারা আমার কম্পিউটার এবং ফোনও বাজেয়াপ্ত করেছে। তদন্তকারী আধিকারিকেরা কয়েকটি ফাইলও নিয়ে গিয়েছেন। তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করেছি, আগামী দিনেও করব। আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সে কারণে আমি ভয় পাই না।’’
এ নিয়ে দিল্লির এক মন্ত্রী দাবি করেন, বিজেপি দিল্লিতে আপ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে। এমনকি, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও বিজেপি-র বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ আনেন।

ছবির নাম

ছবির নাম


Skip to content