পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর খাতায় এখনও ‘নিখোঁজ’। তাই তারা মানিকের খোঁজে লুক আউট নোটিসও জারি করেছে। যদিও শনিবার একেবারে উলটো ছবি দেখা গেলে। ‘নিখোঁজ’ বিধায়ককে সকাল ৯টা ২০ মিনিট নাগাদ দেখা গেলে তাঁর যাদবপুরের বাড়ির বারান্দায় পায়চারি করছেন!
এখানেই শেষ নয়, সংবাদমাধ্যমের দিকে তিনি হাতও নাড়লেন। সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে মানিক বললেন, “এই তো আমি এখানে…।’’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। সেই সঙ্গে তাঁর আর্জি, বাজার করা বা ওষুধ কিনতে যাওয়ার মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া উচিত। যদিও তিনি বাড়ির বারান্দা থেকে নিচে নামতে রাজি হননি।
গত বৃহস্পতিবার সিবিআই জানিয়েছিল, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তারা কলকাতা হাই কোর্টের আইনজীবীদের সঙ্গেও কথা বলা। এর পর পলাশিপাড়ার বিধায়কের বিরুদ্ধে শেষমেশ লুকআউট নোটিস জারি করে সিবিআই। কিন্তু মানিক লুকআউট নোটিস জারি পরই জানিয়েছেন, তিনি ‘নিখোঁজ’ নন। এর পর আজ শনিবার আবার তাঁকে তাঁর যাদবপুরের বাড়িতেও দেখা গেল।