বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ববি ও সাকিব।

অবশেষে গুঞ্জন সত্যি হল। প্রেমের কথা প্রকাশ্যে আনলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। গত বৃহস্পতিবার অভিনেত্রী ববির জন্মদিন ছিল। আর এই বিশেষ দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সাকিব-ববি। রোমান্টিকতা পূর্ণ ক্যাপশন তিনি লেখেন, ‘পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’ সাকিবের শুভেচ্ছা বার্তার মন্তব্যের ঘরে অধিকাংশই অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন।
এমন শুভেচ্ছা বার্তায় অনুরাগীদের একাংশের ধারণা তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন? এবার সেই জটও ছাড়ালেন ববি। তিনি জানান, আমাদের এখনও বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়ে অনেক বড় ব্যাপার। সব কিছু ঠিক থাকলে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলবেন।
উল্লেখ্য, তাঁদের প্রথম পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক ছিলেন সাকিব সনেট। সিনেমায় নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ববি। এখান থেকেই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির।

Skip to content