ঋতুপর্ণা সেনগুপ্ত
আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কিছু দিনের অপেক্ষা। স্বাভাবিক ভাবেই এখন পুজোর তোড়জোড় চরমে। চারিদিকে পুজো পুজো গন্ধ। নির্দিষ্ট সময় ভোরের আলো ফুটতে না ফুটতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বরে চণ্ডীপাঠ প্রভাতের স্নিগ্ধতার মধ্যে শরতের গন্ধ মাখিয়ে দেয়, তারপরেই টেলিভিশনে শুরু হয় নাচে গানে ভরপুর মহালয়া। এই প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী অর্থাৎ দেবী দুর্গার সাজে কালার্স বাংলা চ্যানেলে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
এ বছর কালার্স বাংলা চ্যানেলে ‘দেবী দশমহাবিদ্যা’ অনুষ্ঠানে মহামায়া রূপে দেখা যাবে ঋতুপর্ণাকে। জানা গিয়েছে, কালার্স বাংলা চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদেরও বিশেষ এই শোয়ে দেখা যাবে। গত বছর এই চ্যানেলে দেবী দুর্গা রূপে ছিলেন কোয়েল মল্লিক। এছাড়াও এর আগে হেমা মালিনী, দেবশ্রী, শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকাকে দেখা গিয়েছে দেবী রূপে। ইতিমধ্যেই দেবী দুর্গার সাজে ঋতুপর্ণার প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে। পরনে লাল বেনারসি, গা ভরতি গয়না, মাথায় মুকুট, হাতে ত্রিশূল, কপালে জ্বলজ্বল করছে ত্রিনয়ন, মুখে বরাভয় হাসি।
দেবী দুর্গার সাজে ঋতুপর্ণা
উল্লেখ্য, সদ্য ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হয়েছেন ঋতুপর্ণা। ‘বেলাশুরু’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত পাশাপাশি প্রশংসিত হয়েছিল ঋতুপর্ণার অভিনয়। খুব শীঘ্র বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। পরিচালক তথাগত ভট্টাচার্যের তৈরি নতুন ছবি ‘আকরিক’-এ তাঁকে দেখা যাবে। এই ছবিতে তিনি একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করছেন। এবার ছোট পর্দায় আসছেন দেবী দশমহাবিদ্যা’ রূপে।