বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


প্রবল জলস্রোত ভাসিয়ে নিয়ে গেল আরোহীসমেত গাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সোমবার প্রবল বৃষ্টির পর একটি নদীতে জল বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করে। বিপজ্জনক ভাবে রাস্তার উপর দিয়েই সেই জল বইছিল। ওই সময় রাস্তায় থাকা অনেকেই গাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এর মধ্যেই একটি গাড়ি সেই জলের স্রোত কাটিয়ে এগোনোর চেষ্টা করে। কিন্তু জলের তোড় এতটাই তীব্র ছিল যে গাড়ীটিকে ভাসিয়ে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের তৎপরতায় ভেসে যাওয়া গাড়িতে থাকা আরোহীদের উদ্ধার করা হয়েছে। কার্যত বৃষ্টির জলে গাড়ি ভেসে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
প্রবল বৃষ্টির জেরে ওখানকার বহু নীচু এলাকা প্লাবিত হয়েছে। নদীর জল উপচে উঠে ভাসিয়ে দিয়েছে এলাকা। এর মধ্যেই জানা যাচ্ছে, বন্যার জলে ভেসে গিয়েছে একাধিক গাড়ি। সোমবার বৃষ্টির পর হঠাৎ করেই একটি নদীতে জল বেড়ে যায়। মধ্যপ্রদেশের খারগোন জেলায় সে সময় নিরাপত্তার জন্য প্রায় ৫০ জন মানুষ জঙ্গলে উঁচু জায়গায় ছুটে যান। কিন্তু তার মধ্যেও অন্তত ১৪টি গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় বালোয়ারা থানার সীমানায় সুকরি নদীর কাছে কাটকুট জঙ্গলে পিকনিক করছিল একটি দল। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও ছিল। হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তাঁরা নিজেদের বাঁচাতে জঙ্গলের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নেন। কিন্তু তাঁদের গাড়ি এবং অন্যান্য জিনিস পড়ে থাকে পেছনে। তবে জলের তোড়ে ভেসে যাওয়া গাড়িগুলিকে উদ্ধার করেছে পুলিশ। তবে জল ঢুকে যাওয়ার কারণে বেশ কিছু গাড়ি বিকল হয়েও গিয়েছে।

Skip to content