রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


লক্ষ্য সেন

সিন্ধুর পর লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনের ফাইনালে ভারতের ঝুলিতে এল আরও একটি সোনা। মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধুর সোনা জয়ের পর এবার পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতীয় ব্যাডমিন্টনের তরুণ তারকা লক্ষ্য সেন। প্রথম গেমে তিনি লড়াই করেও হেরে যান। ২১-১৯ ব্যবধানে প্রথম গেম জেতেন জে ইয়ং। অনেকে ধরেই নিয়েছিলেন যে, প্রথমবার কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের ফাইনাল খেলতে নেমে রুপো নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে লক্ষ্যকে।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তিনি। এই পর্বে লক্ষ্যের শটের তীব্রতা একই রকম থাকলেও মালয়েশিয়ার খেলোয়াড়কে ক্লান্ত লাগছিল। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ২১-৯ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেম ২১-১৬ ব্যবধানে মালয়েশিয়ার ইয়ংকে হারিয়ে সোনা নিশ্চিত করেন তিনি। সোনা জেতায় নিউজিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার নম্বরে থাকা নিশ্চিত করল ভারত। ২১টি সোনা, ১৫টি রুপো, ২২টি ব্রোঞ্জ জিতে ভারত এখন পদক তালিকায় চারে। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা।
২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এর আগে ২০১৬ সালে এশিয়ান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আন্তর্জাতিক মঞ্চে লক্ষ্যের প্রথম লক্ষ্যভেদ হয়। এরপর ২০১৮ সালে এশিয়ান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সোনা জিতে নেন তিনি। এ ছাড়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে যুব অলিম্পিক্সে জোড়া পদক। ২০২০-তে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন। যুব অলিম্পিক, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও সিনিয়র পর্যায়ে লক্ষ্যের এটিই প্রথম বড় আন্তর্জাতিক মঞ্চে সিঙ্গলসে সোনা। ক মাস আগে অবশ্য দলগত থমাস কাপে ভারতকে সোনা এনে দিয়েছিলেন লক্ষ্য।

Skip to content