রাশিয়া ও এবং ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ জারি। তবে এ নিয়ে ভাবতে রাজি নন রাশিয়ার এক তরুণ এবং ইউক্রেনের এক তরুণী। বরং তাঁরা ভালোবাসাকে পরিণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। কোথায় বিয়ে করলেন? ভারতে, হিমাচল প্রদেশে!
রাশিয়ান পাত্রের নাম সের্গেই নভিকভ। এখন থাকেন ইজরায়েলে। ইউক্রেনের পাত্রী হলেন ইলোনা ব্রাকোমা। কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক। যদিও দু’দেশের যুদ্ধ তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেনি। এই যুগল সিদ্ধান্ত নেন, ভারতে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পরিকল্পনা মতো বৃহস্পতিবার বিয়েও হল।
রাশিয়ান পাত্রের নাম সের্গেই নভিকভ। এখন থাকেন ইজরায়েলে। ইউক্রেনের পাত্রী হলেন ইলোনা ব্রাকোমা। কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক। যদিও দু’দেশের যুদ্ধ তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেনি। এই যুগল সিদ্ধান্ত নেন, ভারতে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পরিকল্পনা মতো বৃহস্পতিবার বিয়েও হল।
বিয়ের আসর বসেছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। বিয়ের অনুষ্ঠানে স্থানীয়রা দুই দলে ভাগ হয়ে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ হয়েছিলেন। দু’জনই ভারতীয় পোশাক পরেছিলেন। স্থানীয় রীতি মেনেই বিয়ে হয়। চার হাত এক করেন ধর্মশালার এক আশ্রমের পুরোহিত। বিনোদ শর্মা নামক এক ব্যক্তি কন্যাদান করেন।