সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


পার্থ চট্টোপাধ্যায় ও মোনালিসা দাস।

মোনালিসা দাসের অপসারণ চেয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মোনালিসাকে গ্রেপ্তারেরও দাবি ওঠে। বিজেপি-র অভিযোগ, ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত ব্যবস্থা থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া পর্যন্ত যত দুর্নীতি হয়েছে সে সব থেকে যুক্ত আছেন আসানসোলের বেশ কিছু নেতা এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।
এ প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০ কোটিরও বেশি টাকার বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করেন মোনালিসা দাস। তাঁর আরও অভিযোগ, দেশের যোগ্য প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থেকে বঞ্চিত করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র ব্যবস্থাও করেন মোনালিসা।
যদিও বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়। গেটের উপরে উঠে পড়েন বিক্ষোভকারীরা। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠের সন্ধান পাওয়া গিয়েছে। মোনালিসা দাস তাদের মধ্যে একজন। এবার আন্তর্জাতিক ডিগ্রির চক্রের সঙ্গেও মোনালিসা দাসের নাম জড়াল।

Skip to content