রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজ প্রথমেই আলোচনা করবো ‘g’-এর বিভিন্ন উচ্চারণ নিয়ে। ‘g’- এর উচ্চারণ কোথাও ‘গ’ হয়, কোথাও
‘জ’ হয়। আবার কোথাও কোথাও ‘g’-এর কোনও উচ্চারণই হয় না।

সাধারণত ‘g’-এর পরে যদি ‘e’, ‘i’ বা ‘y’ থাকে তাহলে উচ্চারণ ‘জ’ হয়।
 

উদাহরণস্বরূপ

courage — কারেজ
giant — জায়ান্ট
general — জেনারেল
energy — এনার্জি
logic — লজিক
agent — এজেন্ট
 

তবে এর কিছু ব্যতিক্রমও আছে।

যেমন:
tiger — টাইগার
get — গেট
give — গিভ
girl — গার্ল
 

এবারে দেখবো ‘g’-এর উচ্চারণ কোথায় ‘গ’ হয়।

সাধারণত ‘g’-এর পরে ‘e’, ‘i’ বা ‘y’ ছাড়া অন্য কিছু বসলে, ‘g’-এর উচ্চারণ ‘গ’ হয়।

উদাহরণস্বরূপ
government – গভর্নমেন্ট
gather — গ্যাদার
going — গোইং
gullible — গালিবেল্
gun — গান
greed — গ্রিড
graph — গ্রাফ
 

কিছু কিছু শব্দ আছে যাতে দুটো ‘g’ আছে, দেখা যাক সেগুলোর উচ্চারণকেমন হয়।

gorge — গর্জ
gorgeous — গর্জাস
geography — জিওগ্রাফি
geology — জিওলজি
দ্যাখো, উপরে দেওয়া নিয়ম মেনেই কিন্তু ‘g’-এর দু’রকম উচ্চারণ হচ্ছে।

 

এবারে দেখবো কিছু শব্দ যাতে ‘g’-এর উচ্চারণ হয় না।

foreign — ফরেন
reign — রেন
design — ডিজাইন
 

‘t’- এর বিভিন্ন উচ্চারণ।

সাধারণত ‘t’- এর উচ্চারণ আমরা জানি যে “ট” হয়ে থাকে।
যেমন
tin — টিন
tower — টাওয়ার
telephone — টেলিফোন
together — টুগেদার
taste — টেস্ট
 

কোনও কোনও শব্দে কিন্তু ‘t’-এর কোনও উচ্চারণই হয় না।

listen — লিসেন
hustle — হাসেল
fasten — ফাসেন
debut — ডেবিউ
castle — কাসেল
 

এবারে দেখবো এমন কিছু শব্দ যাতে ‘t’- এর উচ্চারণ ‘চ’- এর মতো হচ্ছে।

সাধারণত দেখা যায় শব্দের শেষে ‘-ture’ থাকলে, এখানে ‘t’- এর উচ্চারণ ‘চ’- এর মতো হয়।
যেমন
culture — কালচার
nature — নেচার
puncture — পাংচার
torture — টর্চার
 

এবারে ‘t’ দিয়ে একটা ‘suffix’- এর উচ্চারণ নিয়ে কথা বলবো।

আগে বলি ‘suffix’ কাকে বলে। কিছু অক্ষর একসাথে কিছু কিছু শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। এই অক্ষরগুলি কেই বলে ‘suffix’.

 

এখন আমরা ‘-tion’ suffixটি দেখবো, যার উচ্চারণ হল ‘শন’।

station — স্টেশন
function — ফাংশন
tuition — ট্যুইশন
pronunciation — প্রনানসিয়েশন
assumption — এস্যাম্পশন
relation — রিলেশন
 

এবার আমরা দেখবো কোন কোন শব্দে ‘d’- এর উচ্চারণ হয় না।

badge — ব্যাজ
edge — এজ
Wednesday – ওয়েন্সডে
sandwich – স্যানউইচ
judge — জাজ
 

এবার আমরা দেখবো কোন কোন শব্দে ‘k’- এর উচ্চারণ হয় না।

know — নো
knee — নি
knife — নাইফ
knit — নিট
knot — নট

আজকে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আরও কিছু ‘silent letters’ এবং কিছু এমন শব্দ যা বলার সময় অনেকেই ভুল বলেন, সেইগুলো নিয়ে কথা বলবো। এই লেখার সঙ্গে দেওয়া YouTube linkটি সবাই দ্যাখো এবং songe songe উচ্চারণগুলো প্রাক্টিস করতে থাকো।


Skip to content