ছবি প্রতীকী
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিল করে দিয়েছে। এই খবরটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইউআইডিএআই জানিয়েছে, বাতিল হওয়া আধার নম্বর আসলে নকল বা জাল। এগুলি অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হতো অপরাধমূলক কাজকর্মের জন্য। তাই কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়ে প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এও জানান হয়েছে, জালিয়াতি রুখতে আধার কার্ড সংক্রান্ত আরও কড়া পদক্ষেপ করা হয়েছে। শক্তিশালী করা হয়েছে ডেমোগ্রাফিক ম্যাচিং প্রক্রিয়াকে। নতুন নাম তালিকাভুক্তের ক্ষেত্রে বায়োমেট্রিক ম্যাচিং বাধ্যতামূলক। বাধ্যতামূলক করা হয়েছে ছবিও।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এও জানান হয়েছে, জালিয়াতি রুখতে আধার কার্ড সংক্রান্ত আরও কড়া পদক্ষেপ করা হয়েছে। শক্তিশালী করা হয়েছে ডেমোগ্রাফিক ম্যাচিং প্রক্রিয়াকে। নতুন নাম তালিকাভুক্তের ক্ষেত্রে বায়োমেট্রিক ম্যাচিং বাধ্যতামূলক। বাধ্যতামূলক করা হয়েছে ছবিও।
আপনার আধার কার্ড সুরক্ষিত কি না, বোঝার উপায় কী?
https://resident.uidai.gov.in/offlineaadhaar