বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালত থেকে সিজিও কমপ্লেসে নিয়ে যাওয়ার সময় তিনি যে গাড়িতে ছিলেন, সেটি দুর্ঘটনার মুখে পড়ে। আচমকাই ইডির কনভয়ের মধ্যে অন্য একটি গাড়ি ঢুকে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। অর্পিতার গাড়ির চালক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে জোরে ব্রেক কষতে বাধ্য হন। ফলে গাড়িতে বসে থাকা যাত্রীদের সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনার ফলে অর্পিতা মুখোপাধ্যায় চোট পান। তবে তাঁর চোট গুরুতর নয়। জানা গিয়েছে, তিনি এবং ইডি আধিকারিকরা দুর্ঘটনার পরেও সুরক্ষিত রয়েছেন। সন্ধ্যা ৮টা নাগাদ সল্টলেকের কাছে ঘটে ওই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২১ কোটি টাকা উদ্ধার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার সকালে আবার তাঁকে ইডির বিশেষ আদালতে পেশ করা হবে। রবিবার বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে সওয়াল-জবাবের পর বিচারক তাঁকে একদিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দেন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সোমবার পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন অর্পিতা।
এদিন সওয়াল-জবাবের সময়ে অর্পিতার কাছ থেকে বাজেয়াপ্ত সম্পত্তিকে ইডি ‘পেঁয়াজ’, ‘আলিবাবার বাক্স’ বলে উল্লেখ করেছে। বলা হয়, তাঁর সম্পত্তি পেঁয়াজের মতো। যত খোলস ছাড়ানো হবে, ততই ভিতর থেকে আরও অনেক নতুন নতুন কিছু বেরিয়ে আসবে।

Skip to content