Skip to content
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৫


মিস্টিক নদীর উপর রেলসেতুতে জ্বলছে ট্রেন।

চলন্ত ট্রেনে থাকা যাত্রীরা কিছু একটা পোড়ার গন্ধ পাচ্ছিলেন। এমন সময় এক ট্রেন যাত্রী আচমকা চিৎকার করে বলতে লাগলেন, ট্রেনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন লাগার ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে। তৎক্ষণাৎ যাত্রীরা ভয়ে প্রাণ বাঁচাতে ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেন।

বৃহস্পতিবার সকাল নাগাদ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর। কিছু যাত্রী দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু সেই সব দরজা লক থাকায় তারা খুলতে পারেননি। ফলে যাত্রীরা জানালা ভেঙে যে যেমন পেরেছেন, ট্রেন থেকে বাইরে ঝাঁপ দিয়েছেন। আতঙ্কে এক মহিলা যাত্রী কোনও কিছু বুঝতে না পেরে ট্রেন থেকে সোজা নদীতে ঝাঁপ দেন।
এ প্রসঙ্গে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের কোচে আগুন লাগে। এমন অবস্থায় ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীতে রেল ব্রিজের ওপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এমবিটিএ-র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ট্রেনটিতে ২০০ জন যাত্রী ছিলেন। সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।

এমবিটিএ-র জেনারেল ম্যানেজার বলেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, থার্ড রেলের সঙ্গে ওই কোচের ধাতব পাত কোনও ভাবে সংস্পর্শে এলে আগুন লেগে যায়। তবে আগুন লাগার সঠিক করণে জানতে তদন্ত শুরু হয়েছে।