নর্মদা নদীতে গড়িয়ে গেল যাত্রিবোঝাই বাস! মধ্যপ্রদেশে এই বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট ১৫ জন যাত্রীকে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বাসটি ইনদওর থেকে আগরা-মুম্বই হাইওয়ে ধরে পুণে যাচ্ছিল। এটি মহারাষ্ট্র সরকারের একটি বাস। ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে ওই যাত্রিবোঝাই বাসটি নদীতে গিয়ে পড়ে। রাস্তা খুব পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বাসটি ইনদওর থেকে আগরা-মুম্বই হাইওয়ে ধরে পুণে যাচ্ছিল। এটি মহারাষ্ট্র সরকারের একটি বাস। ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে ওই যাত্রিবোঝাই বাসটি নদীতে গিয়ে পড়ে। রাস্তা খুব পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, বাসটির ব্রেক ফেল হওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
এ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘জেলা প্রশাসনের দলদুর্ঘটনাস্থলে পৌঁছেছে। খারগন এবং ধার জেলার আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
এ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘জেলা প্রশাসনের দলদুর্ঘটনাস্থলে পৌঁছেছে। খারগন এবং ধার জেলার আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
12 people dead, 15 rescued after a Maharashtra Roadways bus going from Indore to Pune falls off Khalghat Sanjay Setu in Dhar district, says Madhya Pradesh minister Narottam Mishra. pic.twitter.com/h4FuW2B3Ch
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 18, 2022