শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রবিবার প্রকাশিত হবে আইসিএসই-র ফল। গতকাল শনিবার সন্ধ্যায় এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিআইএসসিই। সেই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রবিবার বিকেল ৫টা থেকে পরীক্ষার্থীরা বোর্ডের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট (www.cisce.org) এবং এসএমএস-এর মাধ্যমে তাদের পরীক্ষার ফলফল দেখতে পাবে।
সেই সঙ্গে কী ভাবে পরীক্ষার ফলফল দেখতে হবে, তাও ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। তবে রেজাল্ট দেখার সময় সঙ্গে ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর থাকতে হবে। এ বছর দু’টি সিমেস্টারে আইসিএসই পরীক্ষা হয়েছিল। সেই দু’টি পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশিত হবে। পাশাপাশি কোনও পরীক্ষার্থী রিভিউ করতে চাইলে বোর্ডের ওয়েবসাইটে আবেদন করতে হবে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে।
বোর্ডের ওয়েবসাইট ছাড়াও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই এবং ৭ সংখ্যার ‘ইউনিক আইডি’ লিখলে পাঠালে এসএমএস করতে হবে। কোন পত্রের নম্বর নিয়ে সংশয় থাকলে রিভিউয়ের সুযোগও দিচ্ছে বোর্ড। আগামী ১৭ জুলাই বিকাল ৫টা থেকে ২৩ জুলাইয়ের মধ্যে রিভিউ করা যাবে দশম শ্রেণীর ফলাফল। এর জন্য প্রতি বিষয় পিছু ১ হাজার টাকা করে দিতে হবে।

Skip to content