বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দাপট দেখাচ্ছে করোনা সংক্রমণ। চিন্তা বাড়িয়ে দেশে দৈনিক আক্রান্ত ২০ হাজারের গণ্ডি পার করল। সেই সঙ্গে পজিটিভিটি রেটও উদ্বেগজনক হারে বাড়ল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৮ জন, যা গত বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি! গতকাল মোট ১৬ হাজার ৯০৬ জন সংক্রমিত হয়েছিলেন।
তবে দৈনিক মৃত্যুর কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। বুধবার সংখ্যাটি ছিল ৪৫। সারা দেশে এক দিনে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৮২ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ ৩৬ হাজার ৭৬, যা গতকালের থেকে ৩ হাজার ৬১৯ জন বেশি। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫.১০ শতাংশে। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৩৫৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জনের। এখনও পর্যন্ত মোট ১৯৯ কোটি ২৭ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, টিকাকরণের নিয়মে বদল এনেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ জুলাই শুক্রবার থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। সারা দেশে ক্রমশ সংক্রমণে বৃদ্ধি পাচ্ছে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। বিনামূল্যে দেওয়া বুস্টার টিকা দেওয়া চলবে ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত।
ইতিমধ্যে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে মোদি সরকার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। বিনামূল্যে বুস্টার দেওয়ার সিদ্ধান্ত সেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেন, ‘দেশ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে টানা ৭৫ দিন বিনামূল্যে টিকা দেওয়া হবে ১৮-ঊর্ধ্বদের।’

Skip to content