বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। সোমবার সকালে তীর্থযাত্রা শুরু হয়েছে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও একটি দল রওনা দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
গত শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথ যাত্রায় বড়সড় বিপর্যয় ঘটে যায়। এই প্রাকৃতিক বিপরজয়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৪০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে ১৫ হাজার তীর্থযাত্রীকে সরানো হয়েছে।
প্রথমে আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, মেঘ ভেঙে বৃষ্টির ফলেই ওই ঘটনা ঘটেছে। পরে অবশ্য জম্মু-কাশ্মীর আবহাওয়া দফতরের সোনম লোটাস জানান, সম্ভবত খুব ছোট এলাকায় একনাগাড়ে প্রবল বৃষ্টির জেরে এরকম পরিস্থিতি হয়েছে।

Skip to content