সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


সোমবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবার উদ্বোধন। উদ্বোধনের দিন অর্থাৎ সোমবার থেকেই যাত্রীরা অবশ্য মেট্রোয় উঠতে পারবেন না। সাধারণের জন্য এই মেট্রো খুলে দেওয়া হবে ১৪ জুলাই থেকে।

এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের নিত্য হয়রানি যেমন অনেকটাই কমবে, তেমনই শহরে যানজটের ছবিটাতেও বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোয় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। মেট্রোর নিজস্ব হিসাব অনুযায়ী শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বাড়বে।

কী কী সুবিধা থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে? এখানে এসক্যালেটরের সাঙ্গে থাকছে লিফটও। স্টেশনে দেখা যাবে স্ক্রিন ডোর। ওই দরজা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই কেবল খুলবে।

মেট্রোর দু’পাশের দরজা দিয়েই প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা থাকবে। এত দিন মেট্রোতে প্ল্যাটফর্ম যে দিকে পড়ত, সে পাশের দরজাই খুলত। শিয়ালদহের মেট্রো প্ল্যাটফর্মে ওঠানামার জন্য যাত্রীরা দু’দিকের দরজাই ব্যবহার করতে পারবেন।

সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলবে। দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আধ ঘণ্টার পরিবর্তে ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। অন্য সময়ে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।

দিনে ১০০ মেট্রো চলবে। শনিবারও পরিষেবা চালু থাকবে। রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।


Skip to content