শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মাঙ্কি পক্স সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক ছাত্র। সম্প্রতি তিনি ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন। ওই যুবকের গায়ে ‘র‍্যাশ’ ছাড়াও অন্যান্য উপসর্গ রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ওই বিদেশ ফেরত তরুণকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মাঙ্কি পক্স হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। রিপোর্ট এখনও আসেনি।
রোগীকে আপাতত আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। স্বাস্থ্য দফতর তরুণের পরিবারের সদস্যদেরও সতর্ক থাকতে বলেছে। কোনও রকম ঝুঁকি না নিয়ে রাজ্যে এই প্রথম মাঙ্কি পক্স সন্দেহে নমুনা পরীক্ষা করতে পাঠানো হল। ওই ছাত্রের রক্তে ও পক্সের মতো দেখতে র‍্যাশের রসের নমুনাও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে নমুনা পাঠানো হয়েছে।

Skip to content