মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


শেষ যাত্রায় পরিচালকের দেহ

এনটিওয়ান স্টুডিয়োতে নিজের অফিস থেকে শেষ বারের মতো বের করে আনা হল প্রয়াত তরুণ মজুমদারের দেহ। গন্তব্য এসএসকেএম। তাঁর ইচ্ছা মেনেই মৃত্যুর পর কোনও ‘আড়ম্বর’ করা হয়নি। ছিল না ফুল-মালার আতিশয্যও। তাঁর গায়ের কমিউনিস্ট পার্টির লাল পতাকা, আর বুকের ওপর রাখা গীতাঞ্জলি। এসএসকেএম-ই হয়েছে দেহদান।
সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাসপাতালে শেষ পর্যন্ত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, মধুছন্দা দেব, শতরূপ ঘোষ প্রমুখ। দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ পরিচালকের মরদেহ এসএসকেএম হাসপাতাল থেকে বার করে এনটিওয়ান স্টুডিয়োতে পরিচালকের অফিসের সামনে রাখা হয়।
তারুণের ইচ্ছা মেনেই শববাহী গাড়ি থেকে নামানো হয়নি দেহ। ফুল-মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়নি। অভিনেত্রী দেবদূত ঘোষ, দেবশ্রী রায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, দোলন রায়, সুমন্ত্র মুখোপাধ্যায় প্রমুখ তরুণ মজুমদারের মরদেহে শেষ শ্রদ্ধা জানান। এর পরেই শববাহী গাড়ি এসএসকেএমের উদ্দেশ্যে রওনা হয়।

Skip to content