Skip to content
মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তীকে কি এবার বাংলা ছবিতে দেখা যাবে? অন্তত তেমনই আভাস দিয়েছেন প্রযোজক রানা সরকার। ২ জুলাই রিয়ার জন্মদিন। এমন দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রানা টুইটে লিখেছেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা চলতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’ টলিপাড়ায় গুঞ্জন, রানা তাঁর পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও বিষয়টি নিয়ে না কি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রানা ইতিমধ্যেই পরের ছবির প্রস্তুতি শুরু করেছেন। রিয়া একজন বাঙালি তাই বলেই হয়তো তাঁর কথা বেশি ভাবছেন প্রযোজক রানা। ফেব্রুয়ারি মাসে রিয়াও নতুন ভাবে কাজ শুরু করার আভাস দিয়েছিলেন। তবে কি তিনি বাংলা ছবি দিয়েই ফের অভিনয় জীবন শুরু করছেন? যদিও তা এখনও পরিষ্কার নয়। রিয়াকে নিয়ে রানার মত, অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়ার দোষ ছিল না। তাঁকে মুম্বইয়ে তেমন কেউ কোনও কাজ দিচ্ছে না। উনি আমাদের এখানে ছবি করতেই পারে।
২০১৩ সালে বলিউডে রিয়া প্রথম পা রাখে‌ন। বলিউডে রিয়ার অভিনিত প্রথম ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’ । এরপর বেশ কয়েকটি ছবি করেছেন। কিন্তু সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় থমকে যায় তাঁর অভিনয় জীবন। তবে কি আবার তাঁকে চেনা ছন্দে ফিরতে দেখা যাবে?