ছবি প্রতীকী
ভুল মানুষ মাত্রেরই হয়ে থাকে। মতের অমিল খুবই সাধারণ একটি ব্যাপার। সম্পর্ক যেমনই হোক না কেন সব সময় তার মধ্যে কিছু না কিছু সমস্যা থাকবেই। কিন্তু এই সমস্যার সমাধানের পথ নিজেদেরকে খুঁজে বার করতে হয়। সম্পর্ক মজবুত রাখতে হলে সবার আগে দরকার একে অপরের কথা বোঝা। অনেক সময় সঙ্গীর পছন্দ-অপছন্দের কথা ভেবে অনেকটা পথ মানিয়ে চলতে হয়। আর সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দোষ করলে ভুল স্বীকার করার অভ্যাস।
কিন্তু দোষ তো করে ফেলেছেন এবার সঙ্গিনীর কাছে ক্ষমা চাইবেন কীভাবে? আপনি আপনার নিজের ভুল যে বুঝতে পেরেছেন এবং সেই ভুলটি যে আপনি ইচ্ছে করে করেননি বা সঙ্গীকে ইচ্ছে করে দুঃখ দেননি সেটা তাঁকে পরিষ্কারভাবে জানান। প্রেমিকাকে বুঝিয়ে দিন একবার এই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বলে বারবার এরকম আর হবে না। ক্ষমা চাওয়ার আগে সঙ্গীকে জিজ্ঞেস করে নিন, তিনি আদৌ ক্ষমা করতে পারবেন কি না। কারণ ভুল করলেই যে সঙ্গিনী ক্ষমা করে দেবেন সেটা নাও হতে পারে। এমনকি আপনি হয়তো তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু তার অভিমান নাও ভাঙতে পারে। আপনি যে তাকে বোঝার চেষ্টা করেছেন এটা তাঁকে বুঝিয়ে দিন।
প্রয়োজনে আজকালকার হোয়াটসঅ্যাপ যুগে তাঁকে সুন্দর অক্ষরে হাতে লেখা একটি চিঠি দিন। হয়তো যে কথা আপনি তাঁর সামনে বলতে পারেননি সরাসরি সেটা না হয় লেখাতেই থাকুক।
কিন্তু দোষ তো করে ফেলেছেন এবার সঙ্গিনীর কাছে ক্ষমা চাইবেন কীভাবে? আপনি আপনার নিজের ভুল যে বুঝতে পেরেছেন এবং সেই ভুলটি যে আপনি ইচ্ছে করে করেননি বা সঙ্গীকে ইচ্ছে করে দুঃখ দেননি সেটা তাঁকে পরিষ্কারভাবে জানান। প্রেমিকাকে বুঝিয়ে দিন একবার এই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বলে বারবার এরকম আর হবে না। ক্ষমা চাওয়ার আগে সঙ্গীকে জিজ্ঞেস করে নিন, তিনি আদৌ ক্ষমা করতে পারবেন কি না। কারণ ভুল করলেই যে সঙ্গিনী ক্ষমা করে দেবেন সেটা নাও হতে পারে। এমনকি আপনি হয়তো তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু তার অভিমান নাও ভাঙতে পারে। আপনি যে তাকে বোঝার চেষ্টা করেছেন এটা তাঁকে বুঝিয়ে দিন।
প্রয়োজনে আজকালকার হোয়াটসঅ্যাপ যুগে তাঁকে সুন্দর অক্ষরে হাতে লেখা একটি চিঠি দিন। হয়তো যে কথা আপনি তাঁর সামনে বলতে পারেননি সরাসরি সেটা না হয় লেখাতেই থাকুক।