শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আপাতত স্থগিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন। যদিও এবছর কোন পদ্ধতিতে পড়ুয়ারা ভর্তি হবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এই শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের বিএ, বিএসসি, বিকম-এ ভর্তি নেওয়া হবে। এরজন্য উচ্চশিক্ষা দপ্তর নতুন পোর্টাল তৈরি করবে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বাড়ি থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভরতির পরিকাঠামো এখনও প্রস্তুত হয়নি। তার জন্য এবছর এই প্রক্রিয়ার মাধ্যমে কলেজগুলিতে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। ব্রাত্য বসুর বক্তব্য, নতুন পদ্ধতিতে অভ্যস্ত হতে আরও অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। তাই এবার নতুন পদ্ধতিতে ভর্তি নেওয়া হচ্ছে না। যদিও তিনি এও জানিয়েছেন, তবে আগামী বছর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে।

Skip to content