রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অবশেষে সব কটি মামলায় জামিন পেলেন রোদ্দূর রায়। সোমবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে রোদ্দূরকে বিরুদ্ধে বটতলা থানায় রুজু হওয়া মামলায় অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে তিনি এও নির্দেশ দেন, এই ইউটিউবারকে জাতীয় পতাকার অপমানার জন্য ভিডিয়ো তৈরি করে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে।
অন্যদিকে, আলিপুর আদালত রবিবার পাটুলি এবং লেক থানার মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয়। এর আগে হেয়ার স্ট্রিট থানার মামলাতেও তিনি জামিন পেয়েছিলেন। রোদ্দূর রায়ের আইনজীবী ইয়াসিন রহমান জানান, এক হাজারা টাকার অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে রোদ্দূর রায়কে। সেই সঙ্গে জমা দিতে হবে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও। এ ছাড়াও রোদ্দূরের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা অভিযোগ আনা হয়েছিল। এর জন্য তাঁকে ভিডিয়ো তৈরি করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছে আদালত। যদিও সেই ভিডিয়ো ব্যবহার করা যাবে না আদালতের বিচারপ্রক্রিয়ায়।

Skip to content