ছবি প্রতীকী
শিশুদের ডায়েরিয়া হওয়ার কারণ কী?
ডায়েরিয়া কত দিন স্থায়ী হতে পারে
সাধারণ উপসর্গ
ভয়াবহতা অনুযায়ী জল অল্পতা তিন প্রকার
১. সবুজ জল অল্পতা বা জল অল্পতা নেই
২. হলুদ জল অল্পতা বা কিছু জল অল্পতা
৩. লাল জল অল্পতা বা সাংঘাতিক জল অল্পতা
ডায়েরিয়ার চিকিৎসা
অবশ্যই মেনে চলুন
কখন চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাবেন?
জল অল্পতা কমে গেলে এবং শিশু খেতে পারলে বাড়িতে তৈরি খিচুড়ি — চাল, ডাল, আলু, লবণ মশলা দিয়ে তৈরি করে দিতে হবে। ফাইবার আছে এমন কোনও সবজি খিচুড়িতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে ডায়রিয়া সারতে দেরি হবে। খিচুড়ি তৈরি করতে অসুবিধা হলে ডাল, ভাত, আলু সিদ্ধ চটকে খাওয়ানোই শ্রেয়। দিনে অন্তত পাঁচ থেকে ছয় বার খাওয়াতে হবে। তবেই ডায়রিয়া তাড়াতাড়ি সারবে। সেইসঙ্গে ছোট শিশুদের বুকের দুধ খাইয়ে যেতে হবে। মনে রাখবেন, শিশু ডায়রিয়া আক্রান্ত হলে বাইরের দুধ, বিস্কুট, আটার তৈরি কোনও খাবার, কেক এসব না দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে তাদের যে কোনও টাটকা মাছের ঝোল ভাত খাওয়ানো যেতে পারে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
যোগাযোগ: ৯৮৩০২৯৪৯৩২