রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, সৌন্দর্যের কথাও বলে। কিন্তু সেই চোখের নিচে কালো দাগ হলে, তা শুধু চোখের জন্যই খারাপ নয় বরং কালো ছাপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের জন্যও তা ভীষণ ক্ষতিকর। রাতে ভালো ঘুম হওয়ার পরেও অনেকের চোখের নীচে কালো দাগ দেখা যায়। তবে চিন্তা নেই, খুব সহজে কিছু ঘরোয়া টোটকাতেই চোখের নীচের কালো দাগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারেন।
 

শসার টুকরো

দুটি শসার টুকরো চোখের পাতার উপরে অন্তত ১০-১৫ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দু’বার করে এটি একটানা ব্যবহার করুন। শুধু চোখেই নয়, শসার সঙ্গে লেবুর রস মিশিয়ে টানা একসপ্তাহ ব্যবহার করলে ত্বকের সাধারণ রংও ফিরে আসবে।
 

ঠান্ডা টি-ব্যাগ

ঠান্ডা টি-ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কলের সমস্যায় ভালো ফল পাওয়া যায়। রাতে শোবার আগে অন্তত ১০-১৫ নিয়মিত রাখতে হবে।
 

অ্যালোভেরা জেল

চোখের কালোভাব দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেলও। আলতো ভাবে চোখের নীচে অ্যালোভেরা জেল দিয়ে মিনিট পাঁচেক মালিশ করুন। অ্যালোভেরা জেল ময়শ্চরাইজার হিসেবেও খুব ভালো।
 

টম্যাটো ও লেবু

এক চা চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নীচে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন ২ বার করে লাগান। দেখবেন চোখের তলার কালো ভাব কমে যাবে।
 

কাঁচা হলুদ

ত্বকের যত্নে কাঁচা হলুদ সবসময় উপকারি। কাঁচা হলুদের সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
 

ঠান্ডা দুধ

চোখের নীচের ত্বকের জন্য ঠান্ডা দুধ খুব উপকারী। ঠান্ডা দুধে একটু তুলো ডুবিয়ে চোখের পাতার উপরে রেখে দিন। মিনিট দশেক রেখে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। ঠান্ডা দুধ এমনিতেই খুব ভাল ক্লেনজার হিসাবেও কাজ করে।
 

পুদিনাপাতা

পুদিনাপাতা পেস্ট করে লাগিয়ে রাখুন। এটি চোখের কালো দাগ দূর করার পাশাপাশি ক্লান্তিও দূর করবে।
 

গোলাপ জল

আপনারা সবাই জানেন গোলাপ জলের কোনও বিকল্প নেই। চোখের নীচের কালো দাগ দূর করতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। রোজ রাতে শুতে যাওয়ার আগে সুতির রুমাল বা তুলো গোলাপ জলে ভিজিয়ে নিয়ে চোখের পাতার উপর ১০-১৫ মিনিট রাখলে উপকার পাবেন।
 

আলুর রস

আলু রস তুলোয় ভিজিয়ে চোখের ওপর ১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
 

কাজু বাদাম

কাজু বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়ে চোখের চারপাশে লাগাতে পারেন। এছাড়া চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও দ্রুত উপকার পাবেন।


Skip to content