দিয়েগো মারাদোনা
দিয়েগো মারাদোনার মৃত্যুর কারণ নিয়ে একাধিক তত্ত্ব প্রকাশ্যে এসেছে। কোনটা ঠিক কোনটা ভুল সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এবার রহস্যভেদে তদন্ত শুরু করছে আর্জেন্টিনা সরকার। সেই তদন্তে মারাদোনার চার চিকিৎসক-সহ আট চিকিৎসা কর্মীর ভূমিকা খতিয়ে দেখা হবে। আর্জেন্টিনা সরকার মনে করছে, মারাদোনার মৃত্যু হয়েছে মূলত চিকিৎসকদের গাফিলতির জন্য। এর জন্যই আর্জেন্টিনা সরকার বিষয়টি তদন্ত করে দেখতে চাইছে। শুধু তাই নয়, প্রয়াত ফুটবলারের চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে আর্জেন্টিনার আদালত তাঁদের তলবও করেছে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে মারাদোনা বাড়ি ফিরেছিলেন। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে। তাঁর চিকিৎসার জন্য চার চিকিৎসক-সহ আট চিকিৎসা কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। মৃত্যুর পর প্রশ্ন ওঠে, প্রয়াত ফুটবলার এতটা সুস্থ হওয়ার পরও কী ভাবে গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন। এই সব প্রশ্নের উত্তর পেতেই তদন্তের নির্দেশ দেয়েছে আর্জেন্টিনা সরকার।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে মারাদোনা বাড়ি ফিরেছিলেন। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে। তাঁর চিকিৎসার জন্য চার চিকিৎসক-সহ আট চিকিৎসা কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। মৃত্যুর পর প্রশ্ন ওঠে, প্রয়াত ফুটবলার এতটা সুস্থ হওয়ার পরও কী ভাবে গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন। এই সব প্রশ্নের উত্তর পেতেই তদন্তের নির্দেশ দেয়েছে আর্জেন্টিনা সরকার।