রোদ্দূর রায়
অবশেষে জামিন পেলেন ইউটিউবার রোদ্দূর রায়। সোমবার ব্যাঙ্কশাল কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন মন্তব্য করার মামলায় দু’হাজার টাকার বন্ডে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। তিনি গত ৯ জুন থেকে রোদ্দূর পুলিশ হেফজতে ছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে চলা অন্য মামলাগুলিতে তিনি এখনও জামিন পাননি। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা চলছে। এর মধ্যে একটিতে দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননার অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার শুনানি ব্যাঙ্কশাল কোর্টে চলছে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি।