Skip to content
বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

একশোর গণ্ডি পার হয়েছিল আগেই। শুক্রবার রাজ্যে দৈনিক সংক্রমণ এবার তিনশো ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও, সংক্রমণের হারও ছাড়াল আড়াই শতাংশ। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের উপরে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৪০৬। এখনও পর্যন্ত বাংলায় ২০ লক্ষ ২১ হাজার ২৬৭ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত ২১ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে।