অসমে ভারী বর্ষণের জেরে ধস নেমে দুই নাবালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া এলাকায়। ধস নামার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হয়েছে তাদের দেহ। টানা কয়েক দিন ধরে বৃষ্টির জেরে বৃহস্পতিবার ধস নেমে একটি বাড়ি ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে গত তিন দিনে উত্তর-পূর্বের এই রাজ্যেগুলিতে ছয় জনের মৃত্যু হয়েছে ধস নেমে।
উল্লেখ্য, এ বছরে বন্যায় অসমে এখনও পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একাধিক গ্রাম জলমগ্ন। একটানা প্রবল বৃষ্টির জন্য পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা। গুয়াহাটির বিভিন্ন এলাকার পাশাপাশি মেঘালয়ে জাতীয় সড়কেও ধস নেমেছে। এর ফলে একাধিক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
উল্লেখ্য, এ বছরে বন্যায় অসমে এখনও পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একাধিক গ্রাম জলমগ্ন। একটানা প্রবল বৃষ্টির জন্য পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা। গুয়াহাটির বিভিন্ন এলাকার পাশাপাশি মেঘালয়ে জাতীয় সড়কেও ধস নেমেছে। এর ফলে একাধিক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
#WATCH | Assam: Portion of Kalaigaon-Udalguri connecting road washed away in Udalguri district by a raging river Noa. pic.twitter.com/XuEMwht7Vd
— ANI (@ANI) June 16, 2022