উদ্ধারের পর রাহুল
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাহুলের পরিবার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনা এবং পুলিশ বছর এগারোর রাহুল সাহুকে প্রায় সাড়ে চারদিন পর উদ্ধার করতে পেরেছে। এনডিআরএফ, সেনা এবং পুলিশের প্রচেষ্টায় মঙ্গলবার ১০৪ ঘণ্টার পর কিশোরকে ৮০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। ওকে বাঁচানোর জন্য ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি কড়া হয়েছিল। ৮০ ফুট নীচে শুধু অক্সিজেনের অভাব নয়, সাপের কামড়েও রাহুলের মৃত্যু হতে পারত। ঘন অন্ধকারের মধ্যে এত ছোট্ট জায়গায় মানুষ, সাপ আর ব্যাঙ থাকলেও কেরু কারও কোনও ক্ষতি করেনি। কুয়োর মধ্যে সাপ রয়েছে জানতে পেরে চমকে ওঠেন জেলাশাসক জিতেন্দ্র শুক্ল। কিন্তু তিনি ব্যাপারটি জানলেও রাহুলের বাড়ির সদস্যরা ভিত সন্ত্রস্ত হয়ে পড়বেন ভেবে প্রকাশ্যে আনেননি। উদ্ধারকার্য সম্পন্ন হওয়ার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করেছেন। টুইট তিনি লিখেছেন, ‘আমাদের ছেলে খুব সাহসী। ১০৪ ঘণ্টা তার সঙ্গী ছিল একটি সাপ ও একটি ব্যাঙ। আজ ছত্তীসগঢ় খুশি।’
हमारा बच्चा बहुत बहादुर है।
उसके साथ गढ्ढे में 104 घंटे तक एक सांप और मेढक उसके साथी थे।
आज पूरा छत्तीसगढ़ उत्सव मना रहा है, जल्द अस्पताल से पूरी तरह ठीक होकर लौटे, हम सब कामना करते हैं।
इस ऑपरेशन में शामिल सभी टीम को पुनः बधाई एवं धन्यवाद। pic.twitter.com/JejmhL7PBj
— Bhupesh Baghel (@bhupeshbaghel) June 14, 2022