শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অরুণাচল প্রদেশে এ ভারত-চীন সীমান্তে কর্তব্যরত দুই সেনা জওয়ান হরেন্দ্র নেগী এবং প্রকাশ সিংহ রানারকে গত ১৪ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্তে থাকলা পোস্টে কর্মরত ছিলেন। প্রকাশের স্ত্রী কাছ থেকে জানা গিয়েছে, সেনার তরফ থেকে তিনি দুটি ফোন পেয়েছেন। প্রথম ফোনটি ২৯মে আসে। সেদিন তিনি জানতে পারেন ২৮ মে থেকে প্রকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। ৯ জুন দ্বিতীয় ফোন আসে। সেদিন তাঁকে বলা হয় যে ২ জওয়ান নদীতে ডুবে মারা গিয়েছেন বলে সেনারা মনে করছেন। তবে হরেন্দ্র স্ত্রী পুনম তাঁর স্বামীর নদীতে ডুবে যাওয়ার ঘটনা বিশ্বাস করতে পারছেন না। হরেন্দ্র ও পুনমের এক বছরের একটি শিশু সন্তান আছে। শুক্রবার উত্তরাখণ্ডের সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিংহ পুন্ডির প্রকাশের পরিবারের সঙ্গে দেখা করেন। নিখোঁজ জওয়ানের সমস্ত তথ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Skip to content