ছবি প্রতীকী
শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালাতে চেয়ে রেল বোর্ডকে চিঠি দিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। রেল সূত্রে খবর, ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ চিঠিতে একটি লোকাল এসি রেক শিয়ালদহ ডিভিশনকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রেল বোর্ডকে। রেকটি পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ ডিভিশনে চলবে। যদিও রেল বোর্ড-এর এর পক্ষ থেকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম-এর চিঠির কোনও উত্তর এখনও দেওয়া হয়নি। তাই এসি রেক শিয়ালদহে আদৌ আসবে কি না তা এখনও পরিষ্কার নয়। আবার এলেও তা কবে নাগাদ চলবে তার জবাবও নেই রেলকর্তাদের কাছে।
এদিকে রেল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পশ্চিম এবং মধ্য রেলে প্রচুর চাহিদা লোকাল ট্রেনে এসি রেকের। বিপুল পরিমাণ সেই চাহিদা মিটিয়ে অন্যান্য ডিভিশনে এসি রেক ব্যবস্থা করা কঠিন। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও সংশয় রয়েছে। যাত্রীদের বক্তব্য, শিয়ালদহ ডিভিশনের প্রতিটি লোকাল ট্রেনে বিপুল পরিমাণ ভিড় হয়, সেই ভির সামলে এসি রেক চালানো কঠিন ব্যাপার।
এদিকে রেল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পশ্চিম এবং মধ্য রেলে প্রচুর চাহিদা লোকাল ট্রেনে এসি রেকের। বিপুল পরিমাণ সেই চাহিদা মিটিয়ে অন্যান্য ডিভিশনে এসি রেক ব্যবস্থা করা কঠিন। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও সংশয় রয়েছে। যাত্রীদের বক্তব্য, শিয়ালদহ ডিভিশনের প্রতিটি লোকাল ট্রেনে বিপুল পরিমাণ ভিড় হয়, সেই ভির সামলে এসি রেক চালানো কঠিন ব্যাপার।