শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কেকে

কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তীর কাছে নজরুল মঞ্চে কেকে’র অনুষ্ঠান দেখার আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও জরুরি কাজ আটকে পড়ায় তিনি যেতে পারেননি। সেই আক্ষেপ থেকে গিয়েছে পৌরপিতা অমলবাবুর। তাই তিনি সিদ্ধান্ত নেন, এবার কবিরাজ বাগানের পুজোর থিম হবে কেকে-র শেষ অনুষ্ঠানের দৃশ্য। পুজোর মণ্ডপ নজরুল মঞ্চের আদলে তৈরি করা চেষ্টা হবে। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র বেশ কয়কটি মূর্তি মণ্ডপের একাধিক জায়গায় রেখে সাজানো হবে। কুমোরটুলির শিল্পী মন্টি যত্ন নিয়ে ফাইবারের মূর্তিটি তৈরি করবেন। মণ্ডপটির নাম দেওয়া হবে নজরুল মঞ্চ। এলইডি স্ক্রিনে দেখান হবে নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানটি। কলকাতায় প্রবেশের আগে বলিউডের তারকা সংগীতশিল্পী কেকে-র তোলা সেলফি, গান স্যালুট, এরকম একাধিক মুহূর্ত তুলে ধরার হবে। মণ্ডপে নজরুল মঞ্চে কেকে যে ২০টি গান গেয়েছিলেন সেগুলি সবসময় বাজবে। প্রয়াত কেকে-র স্মরণেই সেজে উঠবে কবিরাজ বাগানের ৫৭তম বর্ষের শারদোৎসব, জানিয়েছেন অমলবাবু। পুজো কমিটি আগামী ১ জুলাই রথযাত্রার দিন খুঁটি পুজোর অনুষ্ঠান করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবে। প্রদীপ রুদ্র পাল কবিরাজ বাগানের পুজোয় প্রতিমা গড়বেন। পুজোয় কেকে-কে নিয়ে আরও অনেক চমক থাকবে বলে উদ্যোক্তাদের দাবি।

Skip to content