মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

কেন্দ্রীয় সরকার ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড’ বা ইপিএফও-র সুদের হার ৮.১ শতাংশ করায় অনুমোদন দিল। সুদের এই হার আগে ছিল ৮.৫ শতাংশ।প্রবীন নাগরিকদের বক্তব্য, ইপিএফও-র সুদের হার গত চার দশকে সর্বনিমম্নে পৌঁছল। মূল্যবৃদ্ধির বাজারে যাঁদের সুদের উপর অনেকটাই নির্ভর করতে হয় অথবা প্রবীন নাগরিকদের প্রশ্ন পরিস্থিতি কীভাবে সামাল দেবেন? উল্লেখ্য, ২০২১-২২-এর জন্য পিএফের সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার জন্য ট্রাস্টি বোর্ড গত মার্চে প্রস্তাব দিয়েছিল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে সেই প্রস্তাবকে অনুমোদন দিল।

Skip to content