রবিবার ৫ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এবার থেকে প্যারাসিটামল বা কাশির ওষুধ আপনি ওষুধের দোকান ছাড়াও যেকোনও শপিংমল, স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পাড়ার দোকান থেকেই কোনও ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কোষ্ঠকাঠিন্যের ওষুধ কিনতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া ১৬টি ওষুধ ওষুধের দোকান এবং যে কোনও শপিংমলে বিক্রি হবে অর্থাৎ এই ষোলোটি ওষুধকে ‘ওভার দ্য কাউন্টার সেল’ বলে চিহ্নিত করল কেন্দ্র। জ্বর সর্দির জন্য ব্যবহৃত প্যারাসিটামল ৫০০ ট্যাবলেট ছাড়াও ফেরিডামিন জাতীয় চুলকানির ওষুধ, কাশি কমানোর জন্য ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড ওষুধও রয়েছে এই তালিকায়। তবে চিকিৎসকের একাংশের বক্তব্য, চিকিৎসকের পরামর্শ ছাড়া চটজলদি এই সব ওষুধ কিনতে পাওয়া গেলে ফেরিডামিন জাতীয় ওষুধ মুড়ি-মুড়কির মতো ব্যবহৃত হবে। তাদের আশঙ্কা নেশার ওষুধ হিসেবেও যে তা ব্যবহৃত হবে না সে ক্ষেত্রে কোনও নিশ্চয়তা নেই। আবার এই বিজ্ঞপ্তিতে অ্যান্টিসেপটিক হিসেবে ক্যালামাইন লোশন-এর কথা বলা হয়েছে। এছাড়াও এলার্জি কমাতে ডাইফেনহাইড্রেমাইন ২৫ মিলিগ্রাম ক্যাপসুল, সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড ০.০৫ শতাংশ অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ল্যাকটুলোজ সলিউশন ১০ মিলিগ্রাম পাওয়া যাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। তবে এই বিজ্ঞপ্তিতে প্রেসক্রিপশন ছাড়া দোকানদারদের ওপর ক্রেতাদের জন্য ওষুধ বিক্রির ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। বলা হয়েছে ওষুধের প্যাকেট-এর সঙ্গে ‘পেশেন্ট ইনফর্মেশন লিফলেট’ দিতে হবে অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। ওষুধের যা দাম (এমআরপি) তার থেকে বেশি দামে বিক্রি করা চলবে না৷ এছাড়া পাঁচ দিনের বেশি ওষুধ রোগীকে বিক্রি করা যাবে না।

Skip to content