স্কুল সার্ভিস কমিশন ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দিল। তাঁকে নিজের জেলা বীরভূমেই চাকরি দেওয়া হয়েছে। সোমাকে বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে নিয়োগ করছে কমিশন। ২০১৬ সালে হওয়া নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন সোমা। যদিও অভিযোগ, স্টেট লেভেল সিলেকশন টেস্টে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁর চাকরি হয়নি। এর পর এসএসসির আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন বীরভূমের নলহাটির বাসিন্দা ব্লাড ক্যানসারে আক্রান্ত এই তরুণীর। অবশেষে হাই কোর্টের নির্দেশ মেনে স্কুলশিক্ষা দপ্তর এসএসসি-র বঞ্চিত চাকরিপ্রার্থী সেই সোমা দাসের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে। শেষমেশ সোমা দাস চাকরিতে যোগের সুপারিশপত্র পেলেন।