ছবি প্রতীকী
রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পএফ সংক্রান্ত সব ধরনের কাজ এবার থেকে অনলাইনেই করা যাবে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন পরিষেবার কথা জানিয়েছে ‘অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলস’। এই সিদ্ধান্তের ফলে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পিএফ সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় তথ্য মুহূর্তে পাওয়া যাবে। তেমনি কারও প্রভিডেন্ট ফান্ড নিয়ে কোনও সমস্যা থাকলেও সে সবও অনলাইনে ঠিক করে নেওয়া যাবে। সেই মতো পোর্টালটিকে সাজানো হয়েছে। যাঁরা কম্পিউটার বা স্মার্টফোন কোনওটাতেই স্বচ্ছন্দ নন তাঁরা সাইবার ক্যাফে থেকেও প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে পারবেন। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজকে আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।